আমুদরিয়া নিউজ : দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রাজ্যের মোট ৮ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করবেন। তার মধ্যে এনএসএস কন্টিনজেন্ট লিডার হিসেবে থাকবেন সূর্য সেন মহাবিদ্যালয়ের অধ্যাপক ববিতা প্রসাদ।
এক মাস ধরে ভলান্টিয়ারদের নিয়ে এই প্যারেডের প্রস্তুতি হওয়ায় সোমবার দিল্লির উদ্দেশে রওনা দেন ববিতা।