আমুদরিয়া নিউজ : মরুভূমিতে যেন মরুঝড় তুললেন শিলিগুড়ির বিশ্বদীপ। তাই তো জয়পুর টু জয়শলমির এই রুটে সাইকেল রেসে অংশগ্রহণকারী ১২ জন সাইক্লিস্টকে পিছনে ফেলে সেরা হলেন শিলিগুড়ির বিশ্বদীপ নাগ। তিনি আমাদের পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
৮৮ ঘণ্টায় পাড়ি দিতে হতো। কিন্তু, মাত্র ৭১ ঘণ্টায় ১৩৫০ কিলোমিটার রাস্তা পাড়ি দেন তিনি। বিশ্বদীপের কৃতিত্বের জন্য শিলিগুড়ি সহ গোটা পশ্চিমবঙ্গই খুশি।