আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার সাত সকালে দুটি বুনো হাতির হুঙ্কারে ঘুম ভাঙ্গলো আলিপুরদুয়ার জেলার সমৃদ্ধ শহর ফালাকাটার বাসিন্দাদের। জানা গেছে এদিন ভোর বেলা দুটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে ফালাকাটা শহরে চলে আসে ও তান্ডব চালাতে থাকে। হাতি দুটি প্রথমে ফালাকাটা গার্লস হাই স্কুলের সীমানা প্রাচীর ভাঙ্গে। এরপর যায় একটি প্রাথমিক স্কুলে, সেখানে গিয়ে স্কুল ঘরের ক্ষতি করে। মর্নিং স্কুল চলছিলো, শিক্ষক শিক্ষিকারা ভয়ে স্কুল ছুটি দিয়ে দেন। সেখান থেকে হাতি দুটি জাতীয় সড়কে যায় ও সড়কের রেলিং ভেঙ্গে দেয়। আতঙ্কিত হয়ে পড়েন শহরবাসী। খবর পেয়ে বন কর্মীরা ফালাকাটায় আসেন ও হাতি দুটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করতে থাকেন। বন কর্মীদের অভিযানে হাতি দুটি বিকালে শহরের সুভাষ পল্লী এলাকায় প্রবেশ করে বলে জানা গেছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হাতি দুটি ঐ এলাকাতেই অবস্থান করছে বন কর্মীরা প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাতি দুটি কে জঙ্গলে ফেরাতে। হাতির আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম