আমুদরিয়া নিউজ : আরও একবার বেফাঁস মন্তব্যের জেরে শিরোনামে, গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি গান্ধীজির সাথে তুলনা করে সুরকার আরডি বর্মনকে সঙ্গীত জগতের জনক বলেন। এর পরই তিনি বলে বসেন,পাকিস্তানের জন্মের জন্য গান্ধীজিই দায়ী , তাই গান্ধীজি ভারতের নয়, পাকিস্তানের জনক। এর পরই সোশ্যাল মিডিয়ায় প্রবল বিতর্কের মুখে পড়েন তিনি।
পুনের এক আইনজীবী তার বিরুদ্ধে আইনি মামলাও করেন। যদিও এই বিষয়ে গায়কের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।