আমুদরিয়া নিউজ : এবার সিংহম এগেন। রোহিত শেট্টির সিংহম সিরিজের নতুন সিকুয়েল মুক্তি পাবে দিওয়ালিতে। জমজমাট অ্যাকশনের সিনেমায় নায়ক অজয় দেবগণ। সঙ্গে রয়েছেন করিণা কাপুর। দীপিকা পাড়ুকোন রয়েছেন এক ডাকসাইটে লেডি পুলিশ অফিসারের চরিত্রে। যাকে লেডি সিংহম বলেও পরিচয় করানো হবে দর্শকদের সাথে। সিনেমায় জ্যাকি স্রফ রয়েছেন। অজয় দেবগণের সহকর্মী হিসেবে রয়েছেন টাইগার স্রফ।
যথারীতি সিকুয়েলে স্বল্প সময়ের চরিত্রে রয়েছেন সূর্যবংশীর নাটক অক্ষয় কুমার, সিম্বার নায়ক রণবীর সিং। একটি ক্যামিও চরিত্রে সলমন খান মানে চুলবুল পাণ্ডেকেও দেখা যাবে। সিনেমার মূল কাহিনী করিনা তাঁর ছেলেকে শোনাচ্ছেন। তাঁকে অপহরণ করে শ্রীলঙ্কার মতো জায়গায় নিয়ে গিয়েছিল ভিলেন। যে ভূমিকায় রয়েছেন অর্জুন কাপুর।
সেই লঙ্কায়, যেখানে সীতাকে অপহরণের পরে রাম সমদ্র পেরিয়ে গিয়েছিলেন. হনুমান লঙ্কা ছারখার করে দিয়েছিল। এবার অদয় দেবগণ মানে সিংহ তাঁর স্ত্রীকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করতে গেলে একজোট হন দাবাং, সূর্যবংশী, সিমবা, চুলবুল পাণ্ডের মতো চরিত্রগুলি। যাঁরা এমন অ্যাকশ, মেলোড্রামা ভালবাসেন তাঁরা যে দেখবেনই তা নিয়ে কোনও সংশয় নেই। সোমবার সিনেমার ট্রেলর মুক্তি পেয়েছে।