আমুদরিয়া নিউজ ডেস্কঃ সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দলীয় সূত্রে খবর, তিনি দিল্লির এইমস হাসপাতালে রেসপিরেটরি সাপোর্টে রয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৯ অগস্ট থেকে ইয়েচুরি ওই হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে তাঁকে আইসিইউতে রাখা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইয়েচুরিকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়।
দলের তরফে মঙ্গলবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বয়স ৭২ বছর, তাঁর বর্তমান শারীরিক অবস্থা সঙ্কটজনক। এই মুহূর্তে সীতারাম ইয়েচুরিকে রাখা হয়েছে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের রেসপিরেটরি সাপোর্টে। একাধিক ডাক্তারের একটি টিম তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। দলের পলিটব্যুরোর নেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সকলেই।