আমুদরিয়া নিউজ : মাধ্যমিকের ২ দিন আগে স্কুলে আলপনা দিল ছাত্রীরা। এমনই দেখা যায় হবিবপুরের বুলবুলচণ্ডী আর এন রায় উচ্চ বালিকা বিদ্যালয়ে। পরীক্ষার্থীদের ভয় কাটাতেই এই উদ্যোগ। এ ছাড়াও নকল রুখতে, স্কুলের বাইরে ও ভেতরে নানা বিধিনিষেধ জারি হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ তরফে জানানো হয়।