আমুদরিয়া নিউজঃ সিকিম-বাংলা সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম রামধুরা। এই গ্রামের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনি। গ্রামের পথে দুই ধারে পাইন বনের সারি। তার ফাঁক দিয়ে উঁকি দেয় স্লিপিং বুদ্ধ মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। সমুদ্র পৃষ্ঠ থেকে সাড়ে ৫ হাজার উচ্চতায় অবস্থিত এই গ্রামটি ট্রেক করার জন্য উপযুক্ত। যারা বার্ড ওয়াচিং-এর জন্য এই গ্রামটি ডেস্টিনেশন হতে পারে। এই গ্রামে আসলে প্যারাগ্লাইডিং করতে পারবেন অনায়াসে।
কালিম্পং থেকে এই গ্রামের দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার। এখানে থাকার জন্য বেশ কিছু হোম স্টে রয়েছে। থাকা-খাওয়া সহ প্রতিদিন জনপ্রতি ১২০০-১৫০০ টাকা খরচ পড়বে। এই গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মোহিত করবে। তাই দেরি না করে উইকেন্ডে বা দুই-তিনদিন ছুটি কাটাতে ঘুরে আসতে পারেন পাহাড়ি এই গ্রামে।