আমুদরিয়া নিউজ ডেস্ক : চিড়িয়াখানায় সাবধান। কারণ, সেখানে যা দেখানো হচ্ছে তা আসল নাও হতে পারে। এমনই ঘটেছে একটি চিড়িয়াখানায়। কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, পান্ডা আনা হয়েছে। তা দেখতে ভিড় উপচে পড়ে। টিকিট বিক্রি হয় ভালি। কিন্তু, কয়েকদিন পরেই একজন পান্ডা বলে যে প্রাণীগুলি দেখানো হচ্ছিল তার ভিডিও জুম করতে গিয়ে দেখে সেগুলি কুকুরের মত ঘন ঘন লেজ নাড়াচ্ছে। জিভ বের করে হাঁপাচ্ছে। এমনকী, চিৎকার করে ডাকলে কয়েকটি পান্ডা ঘেউ ঘেউ করেও ডেকে উঠেছে। তা নিয়ে হইচই। প্রতিবাদ। সমস্বরে টিকিটের টাকা ফেরতের দাবি। বেকায়দায় পড়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, চিয়া হুয়া প্রজাতির কুকুরগুলি পান্ডার মতো রং করে অনেক দূর থেকে দেখানো হচ্ছিল। সে জন্য দুঃখপ্রকাশ করেছে তারা।
কোথায় হেয়ছে জানেন! চিনের শানওয়েই চিড়িয়াখানায়। ভাবুন, পান্ডা চিনের স্থানীয় এবং দেশের একটি আন্তর্জাতিক প্রতীক। দর্শকদের এক জানান, একটি “পান্ডা” একটি বেড়ার মধ্যে একটি পাথরের উপর বিশ্রাম নেওয়ার সময় হাঁপাচ্ছিল। অন্যটি একটি ক্লিপে একটি লম্বা লেজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। একজন রসিকতা করে লিখেছেন, এগুলো আসলে প্যানডগ। একজন দর্শক লিখেছেন, “এটি একটি পান্ডার টেমু সংস্করণ। তবে কর্তৃপক্ষ দাবি করেন, ওগুলো চৌ চৌ কুকুরের জাত, এবং পান্ডার মতো দেখতে বলেই ভুল হয়েছে।