আমুদরিয়া নিউজ : একাধিকবার নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও শিলিগুড়িতে পলিথিন ব্যবহার রোধ করা যায়নি। ফের কড়া পদক্ষেপ নিল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। বুধবার অভিযান চালিয়ে শিলিগুড়ির খালপাড়া ও নয়াবাজার এলাকার তিনটি গুদাম থেকে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। শহরকে প্লাস্টিক মুক্ত করতে এমন অভিযান আরও বাড়বে বলে জানানো হয়েছে।