আমুদরিযা নিউজ : নানা দেশে পার্লামেন্টে শাসক ও বিরোধীদের মধ্যে কত গোলমালই হয়! তা বলে বিরোধী দলের পক্ষ থেকে স্মোক বম্ব ছোঁড়ার ঘটনা আগে কখনও ঘটেছে! এমনই ঘটেছে সার্বিয়ার পার্লামেন্টে। মঙ্গলবার সেখানে শাসক দলের সঙ্গে বিরোধীদের তর্কাতর্কির সময়ে স্মোক বম্ব ছোঁড়া হয়। পিপার স্প্রে ছোঁড়া হয়। পার্লামেন্ট কক্ষ ধোঁয়ায় ঢেকে যায়। তিন জন মন্ত্রী সহ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গত নভেম্বরে ছাদ ধসে একটি রেল স্টেশনে ১৫ জনের মৃত্যু হয়। তার পরে দেশের ছাত্র যুবরা লাগাতার বিক্ষোভ আন্দোলন করছে। বিরোধীরাও তা সমর্থন করেছেন। তা নিয়ে আলোচনা চলছিল পার্লামেন্টে।
