আমুদরিয়া নিউজঃ রাসমেলায় রক্তদান শিবির ব্লাড ডোনার অর্গানাইজেশনের।কোচবিহার জেলা ছাড়িয়ে রাজ্য জুড়ে সারা বছর রক্তদান কর্মসূচি করে থাকে তারা। মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা মেটাতে রক্তদান করে থাকেন সংগঠনের কর্মীরা। কোচবিহার রাসমেলাতেও রক্তদান কর্মসূচির মাধ্যমে ফের সমাজ সেবার বার্তা দিল ব্লাড ডোনার অরগানাইজেশন। রবিবার দুপুরে রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে এই মহৎ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এবার প্রথম নয়, দীর্ঘ কয়েক বছর ধরে রাস মেলায় এই সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির হয়ে আসছে। এদিন ২৫ জন রক্তদান করেছেন। দান করা এই অমূল্য রক্ত মুমূর্ষু রোগীদের সেবার জন্য তুলে দেওয়া হবে।
ব্লাড ডোনার অর্গানাইজেশনের সভাপতি রাজা বৈদ্য জানান, তারা সারা বছর রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির করে থাকেন। সংগঠনের সদস্যরা মুমূর্ষু রোগীদের রক্তদান করে থাকেন। জেলার বাইরে রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান কর্মসূচি নেওয়া হয়। রক্তদান মহৎ দান। রোগীদের সহায়তার জন্য এবং হাসপাতালে রক্তের রক্তের যোগান বৃদ্ধি করতে রক্তদান খুবই জরুরি। রক্তদান করতে মানুষ যাতে এগিয়ে আসে সেই বিষয়ে সচেতন করাই আমাদের উদ্দেশ্য।