আমুদরিয়া নিউজ ডেস্ক: আবারও সূর্যে ঘটেছে ভয়ংকর বিস্ফোরণ। এর জেরে পৃথিবীতে সৃষ্টি হতে চলেছে বিরাট সৌরঝড়। সূর্যের পিঠে এমন বেশ কিছু গর্ত রয়েছে যেখানে সব সময় আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ ঘটতে থাকে। এই সব বিস্ফোরণ থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। যার তরঙ্গ সূর্য থেকে বেরিয়ে সৌরজগতের দিকে অগ্রসর হতে থাকে। একে সোলার ফ্লেয়ার বা সৌরঝড় বলে। এই রকমই এক সৌরঝড়ের বিষয়ে সতর্কতা জারি হয়েছে।
নাসার বিজ্ঞানীরা বলছে, শনি ও রবিবারের মধ্যে কোনো এক সময় পৃথিবীতে পূর্ণশক্তিতে আঘাত হানবে সৌরঝড়টি। এ সময় সৌরঝড়ের বিকিরণের কারণে পৃথিবীর চৌম্বকমণ্ডল প্রভাবিত হবে। তখন আকাশে বিশেষ আলোকছটা দেখা যাবে।