আমুদরিয়া নিউজ: প্রথমে আমাদের দেশ দিয়ে শুরু করি। ভারতে ইংরেজি নতুন বছর বর্ষবরণের রেওয়াজ জোরদার হয় ব্রিটিশ আমলে। সেই থেকে চলছে। এখন তো সারা দেশেই ইংরেজি নতুন বছরের শুরুর আগের রাতে মেতে ওঠে গোটা দেশ। জাতি ধর্ম নির্বিশেষে রাস্তায় নেমে হ্যাপি নিউ ইয়ার বলে হইচই প্রায় সর্বত্রই হয়। নিউ ইয়ার গ্রিটিংস কার্ডের চল কমেছে। তবে রাত ১২টা থেকে মেসেজের বন্যায় কিছুক্ষণের জন্য হোয়াটস অ্যাপ বা সোসাল সাইট ক্রাশ করার আশঙ্কা থাকে।
গ্রিসে ইংরেজি নবর্ষের দিন সকালে অনেকে বাড়ির মূল দরজায় একটা পেঁয়াজ ঝুলিয়ে রাখেন। কারণ, গ্রিসের সংস্কৃতিতে পেঁয়াজকে উর্বরতার প্রতীক ধরা হয়। প্রতিকূল পরিস্থিতিতেও পেঁয়াজের অঙ্কুরোদগম হয়ে থাকে। তাই পেঁয়াজ ঝোলালে সারা বছর ভাল কাটবে ধরা হয়।
অবশ্য ভারতের নানা জায়গায় প্রতি শনিবার ব্যবসায়ীরা লেবু লঙ্কা ঝুলিয়ে রাখেন। সেটাও প্রাচীন সংস্কৃতি ও বিশ্বাসর একটা পরম্পরা।
১২টি আঙুর খেয়ে উদযাপন স্পেনে
স্পেনে – ৩১শে ডিসেম্বর মধ্যরাত্রে ঘণ্টা বাজলে ১২ টি আঙুর খাওয়ার চল আছে। প্রতিটি ঘণ্টার শব্দের সাথে তাল মিলিয়ে একটি করে আঙুর খাওয়া হয়। এই একেকটি আঙুর নতুন বছরের একেকটি মাসের জন্য সৌভাগ্য বহন করে বলে মনে করা হয়।
লাল বা হলুদ অন্তর্বাসে বর্ষবরণ ব্রাজিল, ইকুয়েডরে
ব্রাজিল, ইকুয়েডর, বলিভিয়া প্রভৃতি দেশে লোকেরা নববর্ষের মুখে বিভিন্ন রঙের অন্তর্বাস পরেন। নতুন বছরে ভালোবাসা প্রত্যাশা করার জন্য লাল এবং অর্থ আয় করার জন্য হলুদ রঙ কাজে দেবে বলে মনে করা হয়।
প্যান কেকে বছর শুরু ফ্রান্সের
ফ্রান্সের বাসিন্দারা অত হিসেব করেন না। তাঁরা নতুন গরমাগরম প্যান কেক খেয়ে বর্ষবরণ করতে অভ্যস্ত। আর নাচগান।
ডোনাট এবং আংটি আকারের খাবার খান নেদারল্যান্ডবাসী
বর্ষবরণের দিন ডোনাট কেতেই হবে নেদারল্যান্ডে। তার সঙ্গে আংটি আকারের কোনও খাবার মাস্ট।
ডট ডট যুক্ত পোশাক পরতে হয় ফিলিপিন্সে
ফিলিপিন্সে পলকা ডটযুক্ত পোশাক পরে বর্ষবরণের চল রয়েছে। ফিলিপিন্সের বাসিন্দারা অনেকে মনে করেন, এতে সৌভাগ্য এবং ঐশ্বর্য লাভ হয়।
কনকনে ঠাণ্ডায় সমুদ্রে ঝাঁপিয়ে বর্ষবরণ ব্রাজিলে
হ্যাঁ, ব্রাজিলে ৩১শে ডিসেম্বর মাধঝ রাতে সাদা পোশাক পরে সমুদ্রে ঝাঁপ দেন অনেকে। এভাবেই সমু্দ্রের দেবীকে সন্তুষ্ট করে বর্ষবরণ করার রেওয়াজ রয়েছে ব্রাজিলে।
ফাঁকা সুটকেস নিয়ে ঘিরে বর্ষবরণ মেক্সিকোয়
একটা ফাঁকা সুটকেস নিয়ে কিছুক্ষণ হাঁটতে হবে। অথবা ঘোরাঘুরি করতে হবে। তাতেই নতুন বছরে প্রচুর বেড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করেন মেক্সিকোর অনেকে। ফলে, নতুন ইংরেজি বছরে অনেককেই ফাঁকা সুটকেস নিয়ে ঘুরতে দেখা যায় সেখানে।
প্রতিবেদক : সন্ধ্যা দত্ত
ইংরেজি অনার্সের স্নাতক। আমুদরিয়া নিউজে যোগ দিয়েছেন।