1. শিলিগুড়ির হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো এবারের বিশেষ আকর্ষণ বন্দি শৈশব। বর্তমান প্রজন্ম বেশির ভাগই কম্পিউটার ল্যাপটপ ট্যাব মুঠোফোনে বন্দি। তারা শৈশবের আনন্দ হয়তো ঠিক মত পায় না। শিলিগুড়ির হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের এবার শৈশবের নানা জিনিস ফুটিয়ে তুলেছেন তারা। ছোটবেলার খেলা কিতকিত, হাডুডু, আব্বুলিস, কুমিরডাঙা, লেখার মাধ্যমে পুজো প্যান্ডেলে তুলে ধরেছেন উদ্যোক্তারা।
2. শিলিগুড়ির জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার এবার ৪২ তম বর্ষে পদার্পণ করল। বছরের এই ক্লাবের বিশেষ আকর্ষণ কাল্পনিক বুদ্ধিমন্দির। পুরো মন্ডপ সজ্জাটি করা হয়েছে প্লাস্টিক জাত জিনিস দিয়ে। প্লাস্টিকের বোতল, চামচ রং করে ডিজাইন করে মন্ডপটি সজ্জিত করা হয়েছে। বুদ্ধদেবের আদলে এই করা হয়েছে প্রতিমাটি। বর্তমান পরিস্থিতিতে যেভাবে চারিদিকে উদ্বেগ জনক পরিস্থিতি তৈরি হয়েছে সে কথা মাথায় রেখে চারিদিকে শান্তির বার্তা ছড়িয়ে দিতেই এই ধরনের প্রতিমা তৈরি করেছেন উদ্যোক্তারা।
3. শিলিগুড়ির নবাঙ্কুর সংঘ। নবাঙ্কুর সংঘের এবারের বিশেষ আকর্ষণ হল বাঁধন। পুরো মণ্ডপ সজ্জা করা হয়েছে বাঁশ দিয়ে। বাঁশ ও বেত দিয়ে নানা ধরনের ডিজাইন করে মন্ডপটি ফুটিয়ে তোলা হয়েছে।
4. বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। এবার রথখোলা স্পোর্টিং ক্লাবের পুজোমন্ডপ সম্পর্কে আপনাদের জানাবো। এবছর এই ক্লাবের বিশেষ আকর্ষণ হল সুবর্ণভূমি। বিভিন্ন পরিবেশ বান্ধব সামগ্রী দিয়েই পুরো পুজো মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। পাট দিয়ে সাজানো হয়েছে মন্ডপ।
5. এবার চলুন রবীন্দ্র সঙ্ঘের পূজো মণ্ডপ সম্পর্কে আপনাদের জানাই। শিলিগুড়ির রবীন্দ্র সংঘের পুজোর এ বছরের থিম রাজস্থান। রাজস্থানের নানা বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়েছে পুজো মন্ডপে। তৈরি করা হয়েছে উট। এমনকি প্রতিমাও রয়েছে অসাধারণ সুন্দর।
6. সারা বছর শুধুমাত্র এই পুজোর জন্যই অপেক্ষা করে থাকে সকলে। এবছর শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার সুব্রত সংঘের প্রত্যেক বছরের মতো ভীষণ সুন্দর মণ্ডপ সজ্জা করেছে ।এই ক্লাবের পূজো এবার ৬৭ তম বর্ষে পদার্পণ করেছে। ৬৭ তম বর্ষে এবারের এখানকার বিশেষ আকর্ষণ দৃষ্টিকোণ। প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধনের এই পুজো মন্ডপটি করা হয়েছে।
7. এবার আসছি ডুয়ার্সের পুজোয়। ডুয়ার্সের পুজোর মধ্যে অন্যতম হলো শতাব্দী প্রাচীন মেটেলি কালীবাড়ির পুজো, এই পুজোর বৈশিষ্ট্য হল এখানে এক কাঠামোয় সপরিবারের বিরাজ করেন দেবী দুর্গা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।এবার এই ক্লাবের পুজো ১৫২ তম বর্ষে পদার্পণ করেছে।