আমুদরিয়া নিউজ : সিবিআই চার্জশিট পেশ করার পরে অনশনরতন জুনিয়র ডাক্তারদের মঞ্চ থেকে দাবি করা হল, তাঁরা বিশ্বাস করেন না, এই ধর্ষণ ও খুনের ঘটনা একা একজন ঘটিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে এই দাবি করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, জুনিয়র ডাক্তাররা প্রশ্ন করলেন, যদি একা কেউ ঘটিয়ে থাকে তা হলে তার মোটিফ কি! তা হলে কেন কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে ধামাচাপ দেওয়ার অভিয়োগ উঠবে! এমন প্রশ্ন উটলেও সরকারি তরফে কিংবা সিবিআইয়ের তরফে কোনও পাল্টা উত্তর এখনও সংবাদ মাধ্যমে নেই।