আমুদরিয়া নিউজ : টিভিতে খেলা দেখছিল খুদে ও তার বাবা। টিভিতে মজাদার মুহূর্তে হাত উঁচু করে উল্লাস দেখায় খুদে। তবে বাবা নিজের মাথায় হাত দিয়ে হতাশা ব্যক্ত করেন। হয়তো তাঁর দল জিতছিল না। এবার বাবার দিকে চোখ যায় খুদের। এরপর বাবাকে নকল করেই মাথায় হাত তারও। ভাইরাল এই ভিডিও দেখে নেটবাসীরা বলছেন, বাবার নকল করতে গিয়ে এবার বাবার দলকেই সাপোর্ট করা শুরু করবে ওই খুদে।
