আমুদরিয়া নিউজ: বড় ব্যবধানে মহিলা বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে প্রথম জয় পেল দক্ষিণ আফ্রিকা। ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুবাইয়ে সেমিফাইনাল হয়েছে। দক্ষিণ আফ্রিকা ১৬ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে ১৩৫ রানের লক্ষ্য। ৪৮ বলে ৮ চার ও এক ছক্কায় অপরাজিত ৭৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচের নায়ক আনেকা।