আমুদরিয়া নিউজ: আতঙ্কিত হাতি আক্রমণ করল এক স্প্যানিশ মহিলাকে। মহিলাটি থাইল্যান্ডের এক হাতি রক্ষণাগারে পশুদের স্নান করাচ্ছিলেন। তাঁর নাম ব্লানকা গার্সিয়া ( ২২)। তিনি রক্ষণাগারে হাতিকে স্নান করাচ্ছিলেন। এমন সময় এক আতঙ্কিত হাতি তাঁকে পিষে মেরে ফেলে।
বিশেষজ্ঞদের মতে, নিজের রুটিনের বাইরে অচেনা পর্যটকদের সাথে থাকা অভ্যেস করানো হচ্ছিল হাতিটিকে। চেনা পরিবেশের বাইরে হওয়ায় হাতিটি আক্রমণ করে বলে সন্দেহ। অথচ থাইল্যান্ডে হাতিকে স্নান করানো পর্যটকদের আকর্ষণের কারণ। এখানে ৪ হাজারের বেশি হাতি রয়েছে, যাদের সাথে সময় কাটানোর সুযোগ পান পর্যটকেরা।