আমুদরিয়া নিউজ : ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় এক ঝাঁক নাইজেরিয়ান খেলোয়াড়দের দেখে আনন্দিত দর্শকরা। রবিবার কোচবিহারের হরিণচওড়া ফুটবল লাভার্স ক্লাবের পরিচালনায় শুরু হয়েছে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট। মণিপুর, আসাম, শিলিগুড়ি, মিজোরাম সহ আরও বিভিন্ন জায়গার থেকে ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এদিন টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কোচবিহারের খাগড়াবাড়ি স্পোর্টিং ক্লাব ও জিবি ফুটবল দল আসাম। এই ম্যাচে আসামের দলটিকে ৪-০ গোলে পরাজিত করে খাগড়াবাড়ি স্পোর্টিং ক্লাব। এই দলে থাকা একাধিক নাইজেরিয়ান খেলোয়াড়রা দর্শকদের নজর কাড়ে। এক ঝাঁক নাইজেরিয়ান খেলোয়াড় দেখে খুশি হয়েছে দর্শকরা। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। বিজয়ী ও রানার্স দলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও ট্রফি।