আমুদরিয়া নিউজ : জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের ফল মঙ্গলবার। তার প্রাক্কালে পাঁচ বিধায়ককে নিয়ে রাজনীতিতে প্রবল টানাপড়েন শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শেই জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পাঁচ জনকে বিধানসভার সদস্য হিসেবে মনোনীত করে থাকেন। ওই পাঁচ জনের ভোট কেন্দ্রের শাসক দল বা তাদের জোটের পক্ষে পড়ার সম্ভাবনা।
জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হলো এক দশক পর। তবে ১৯৫২ থেকে ২০১৯ পর্যন্ত জম্মু-কাশ্মীর ছিল রাজ্য। ২০১৯ থেকে কেন্দ্রশাসিত অঞ্চল। ২০১৯-এর জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইনে বলা হয়, লেফটেন্যান্ট গভর্নর দুজন মহিলাকে বিধানসভার সদস্য হিসেবে মনোনয়ন করতে পারেন।
যদি তিনি মনে করেন, বিধানসভায় মহিলাদের যথেষ্ট প্রতিনিধিত্ব নেই। আবার ২০২৩ এ ওই আইনের একটি সংশোধনী অনুযায়ী, আরও তিন জনকে বিধানসভার সদস্য হিসেবে মনোনয়নের সুযোগ রয়েছে।