আমুদরিয়া নিউজ : বিমান চালাতে সিটে গিয়ে বসেন পাইলট। সব ঠিকঠাক করে বিমান ওড়ান তিনি। গন্ডগোল বাঁধে মাঝ আকাশে। হঠাতই পাইলটকে কামড়ে দেয় একটি মাকড়সা। ট্যারান্টুলা প্রজাতির ওই মাকড়সার কামড়েছে বুঝতে পেরে বিমান অবতরণের চেষ্টা করেন পাইলট। যন্ত্রণা সহ্য করেই স্থির ছিলেন পাইলট। অবশেষে বিমান অবতরণ করে ঠিকভাবেই। জানা গিয়েছে, জার্মানি থেকে মাদ্রিদে যাচ্ছিল বিমানটি। পাইলটের কেবিনে লুকিয়ে ছিল ওই মাকড়সাটি। পাইলটকে মাকড়সার বিষের ভ্যাকসিন দেওয়া হয়েছে।
