আমুদরিয়া নিউজ : কোচবিহারে শুরু হল সৃষ্টিশ্রী মেলা। মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানে জেলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্পের এই মেলার উদ্বোধন হয়। এদিন এই মেলার উদ্বোধন করেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন ধরে এই মেলা চলবে। আনন্দ ধারা প্রকল্পে জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি নানা ধরণের সামগ্রী মূলত এই মেলায় প্রদর্শিত হবে এবং বিক্রয় হবে।
বাঁশ, বেত, কাঠ, শোলা ইত্যাদি দিয়ে তৈরি নানা হস্তশিল্পের সামগ্রী ও বিভিন্ন ধরণের ডাল, নাড়ু, মোয়া, চালের গুঁড়া অন্যান্য খাদ্য সামগ্রী মেলার স্টল গুলিতে পাওয়া যাবে। একদম খাঁটি এই সব সামগ্রী সঠিক দামে এই মেলা থেকে কেনার সুযোগ পাবেন সাধারণ মানুষ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি এই সব সামগ্রী জনসাধারণের সামনে তুলে ধরে তাদের বাণিজ্যিক ভাবে উন্নয়নের জন্য এই মেলার উদ্যোগ বলে জানা গিয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহিত করতে এবং তারা আরও বেশি করে এই সব সামগ্রী যাতে তৈরি করে সেই জন্যই রাজ্য সরকারের এই উদ্যোগ। এই মেলার বিষয়ে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহিত করার জন্যই এই মেলা। তাদের হাতে তৈরি সামগ্রী যাতে মানুষের সামনে তুলে ধরা যায়, তার জন্য এই মেলা একটি আঙ্গিক বা মঞ্চ। পাশাপাশি তাদের বাণিজ্যিক উন্নতির দিকটিও রয়েছে। শহর ও শহরতলির মানুষের কাছে আবেদন, আপনারা এই মেলায় আসুন। এখানে এসে তাদের হাতে তৈরি জিনিস দেখুন ও কিনুন। এরফলে জেলার হস্ত শিল্পীদের উন্নতি হবে। একই সাথে তারা উৎসাহ পাবেন।