আমুদরিয়া নিউজ : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২-১৬ সালের প্যানেল নিয়েই সন্দেহ প্রকাশ করল দেশের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ সবচেয়ে গুরুত্ব দেয় যোগ্য ও অযোগ্যকে আলাদা করা সম্ভব হবে কি না সেই বিষয়ে। প্রধান বিচারপতি জানিয়ে দেন, নম্বরে কারচুপির বিষয়টি স্পষ্ট হয়েছে। লিখিত পরীক্ষার নম্বরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
এক্ষেত্রে যোগ্য এবং অযোগ্যদের এসএসসি চিহ্নিত করে দিতে না পারলে গোটা প্যানেলই বাতিল করা ছাড়া উপায় থাকবে না। আগামী জানুয়ারিতে ওই মামলার ফের শুনানি হবে। ফলে, প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের যে সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছিল তার ভবিষ্যৎ কি সেটা জানতে জানুয়ারি অবধি অপেক্ষা করতে হবে।