ফ্যাশনের দুনিয়ায় এখন প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন ভারতীয় ডিজাইনারদের অনেকেই। একে অন্যের সঙ্গে পাল্লা দেন তাঁরা। তাঁদের ডিজাইন করা ফ্যাশনেবল পোশাক পরে পোজ দিতে দেখা যায় দেশ-বিদেশের ফিল্ম স্টার, ক্রিকেট তারকা, ফুটবলারদেরও।
যে ফ্যাশন ডিজাইনরা নিজেই এখন তারকা-২
2. সব্যসাচী মুখোপাধ্যায়
সব্যসাচী মুখার্জি (জন্ম 23 ফেব্রুয়ারি 1974) কলকাতা , ভারতের একজন ভারতীয় ফ্যাশন ডিজাইনার , জুয়েলারি ডিজাইনার , খুচরা বিক্রেতা এবং কউটুরিয়ার ।সব্যসাচী মধ্যবিত্ত বাঙালি ব্রাহ্মণ পরিবার থেকে এসেছেন । 1947 সালের দিকে, তার বাবা-মা তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ ) থেকে ভারতে চলে আসেন। সব্যসাচী মূলত পশ্চিমবঙ্গের কাকিনাড়ার বাসিন্দা ।
সব্যসাচী মুখার্জি বিশেষ করে দীপিকা পাড়ুকোন এবং আনুশকা শর্মার মতো বলিউডের কনেদের জন্য ব্রাইডাল লেহেঙ্গা ডিজাইন করার পরে। তাঁর নকশা বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরে প্রোথিত। ফ্যাশন ডিজাইনের পাশাপাশি জুয়েলারি ডিজাইনেও তার দক্ষতা রয়েছে। তিনিই একমাত্র ভারতীয় ফ্যাশন ডিজাইনার যিনি 3টি শীর্ষস্থানীয় ফ্যাশন সপ্তাহের অংশ ছিলেন: নিউ ইয়র্ক, লন্ডন এবং মিলান।সব্যসাচী মুখার্জি বলিউডের অনেক চলচ্চিত্রের জন্য…