আমুদরিয়া নিউজ : এক বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৭ লক্ষ টাকা সরানোর অভিযোগে গ্রেফতার হলেন যাদবপুর স্টেট ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার। অনেকদিন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন হয়নি। সেটা নজরে পড়ে ওই ব্যাঙ্ক কর্তার। তখনই সেখান থেকে টাকা সরানোর ছক কষা হয় বলে অভিযোগ। বুধবার তাকে গ্রেফতার করে দক্ষিণ কলকাতার যাদবপুর থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি হুগলি জেলার কোন্নগর এলাকায়। তাঁকে গ্রেফতার করে ওই টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
