আমুদরিয়া নিউজ : ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী মার্টিনাকে পুরস্কৃত করা হল। বুধবার কোচবিহারের কল্যাণ ভবনে শিল্পীকে পুরস্কৃত করার পাশাপাশি শংসাপত্র প্রদান করা হয়। এবছ রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় চটকা বিভাগে প্রথম স্থান অধিকার করে দার্জিলিং জেলার মাটিগাড়া ব্লকের মার্টিনা সিংহ। এদিন কল্যাণ ভবনে তার হাতে ট্রফি, শংসাপত্র, পুরস্কার মূল্য ও উপহার তুলে দেওয়া হয়। এদিন তার হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার পদাধিকারী রবীন্দ্রনাথ ঘোষ, পার্থ প্রতিম রায়। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য পদাধিকারীরা। পুরস্কৃত হয়ে আপ্লুত শিল্পী মার্টিনা সিংহ।
