আমুদরিয়া নিউজ : কিছুদিন আগেই নদিয়ার বাংলাদেশ সীমান্তে বাঙ্কারে মাদকের ভাণ্ডার মিলেছিল। ঘটনাচক্রে তার পরেই সেখানে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি অধিগ্রহণের অনুমতি দিল রাজ্য সরকার। করিমপুরে ওই বেড়া দেওয়া হবে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশ–ভারতের মধ্যে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তবে বিএসএফ জানিয়ে দিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্ত জুড়ে বাড়তি নজরদারি ও সচেতনতা অভিযান চলবে।
