আমুদরিয়া নিউজ ডেস্ক: জয়নগরকাণ্ডে মৃতার বাবার দুই আবেদন নিয়ে শনিবার রাতেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল রাজ্য পুলিশ। আদালত সূত্রে খবর প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জরুরি ভিত্তিতে মামলার শুনানির নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং কোনও কেন্দ্রীয় হাসপাতালেই যাতে মেয়ের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয় এ দুই আবেদন করেছেন মৃতার বাবা। আর এই দুটি আবেদন নিয়ে প্রথম নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ। নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দিলে শনিবার গভীর রাতেই হাই কোর্টের দ্বারস্থ হয় পুলিশ।
প্রসঙ্গত, ন’বছরের নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগকে কেন্দ্র করে শনিবার দিনভর অগ্নিগর্ভ ছিল দক্ষিণ ২৪ পরগণার জয়নগর। শুক্রবার রাতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি জলাভূমি থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। তারপর শনিবার সকাল থেকেই এলাকায় বিক্ষোভ শুরু হয়। পরিবার ও গ্রামবাসীদের দাবি, নাবালিকা নিখোঁজ হওয়ার পর পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু প্রথমে পুলিশের ভূমিকা সদর্থক ছিল না। প্রথম থেকেই তৎপর হলে নাবালিকার এই পরিণতি হত না। অবশ্য সেই অভিযোগ মানেনি পুলিশ। এক যুবককে গ্রেফতারও করেছে তারা। সন্ধ্যায় কলকাতার মোমিনপুরের কাটাপুকুর মর্গে নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। সেখানে বিক্ষোভ দেখান বাম নেতা-কর্মীরা। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মর্গের সামনে বিক্ষোভ দেখায় বিজেপিও। দেহ মর্গে নিয়ে যাওয়ার সময় তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে স্লোগান দেন দীপ্সিতা ধর ও অন্যান্য সিপিএম কর্মীরা। পুলিশের সঙ্গে বাঁধে ধস্তাধস্তি। শনিবার মৃতার দেহের ময়নাতদন্ত হয়নি, রবিবার তা হওয়ার কথা রয়েছে