আমুদরিয়া নিউজ : হিলকার্ট রোড, সেবক রোড, জাতীয় সড়ক, সব জায়াগাতেই হইহই। উৎসবের আমেজ। রাত ১২টা থেকে প্রায় রাত ৩টে অবধি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ধ্বনিতে মাতোয়ারা মানুষ। শিলিগুড়ির অদূরে উত্তরায়ণের একটি বেসরকারি হোটেলের বিস্তীর্ণ এলাকায় তো রাত ১টাতেও তুমুল নাচতে দেখা গেল কমবয়সীদের। সুকনার পথের একটি চমৎকার রিসর্টে তো প্রায় রাত ৩টে অবধি বর্ষবরণের অনুষ্ঠানে মেতে থাকলেন মানুষ। তবে পুলিশের কড়াকড়ি ছিল মারাত্মক।
মদ খেয়ে গাড়ি চালানো, বাইক নিয়ে হল্লা করার অভিযোগে পুলিশ শতাধিক জনকে নানা এলাকায় আটক করেছে।