আমুদরিয়া নিউজ : টিউশন থেকে বাড়ি ফিরে দরজা খুলে ঢুকতে যাচ্ছিল এক নাবালিকা। হঠাৎই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে তার বাড়ির দরজা টেনে ধরে। নাবালিকা একটু পিছিয়ে আসে। সে ঢোকার আগেই সেই ব্যক্তি ঢুকে যায় তার বাড়িতে। তবে একটুও ভয় পায়নি নাবালিকা। সেও ওই ব্যক্তির পেছন পেছন ঢোকে বাড়িতে। বাড়ির সমস্ত লাইট জ্বালিয়ে দেয়। মেয়ের আওয়াজ শুনে ছুটে আসেন বাবা। বাবাকে দেখেই পিঠটান দেয় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের কমেন্ট, দারুণ বুদ্ধিমত্তা ও সাহসের পরিচয় দিয়েছে নাবালিকা।
