আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে। দেশের রিজার্ভে সুদের হার সংক্রান্ত ইঙ্গিতের পরেই ভারতের শেয়ার বাজারে ধস নামে। সেনসেক্স ও নিফটি দুই-এরই পতন হয়েছে। তিন দিন ধরেই এই প্রবণতা দেখা যাচ্ছে। ফলে বিনিয়োগতকারীরা বহু লক্ষ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন। বৃহস্পতিবারও সেনসেক্স ১১৬২.১২ পয়েন্ট নেমে পৌঁছে গিয়েছিল ৭৯০২০.০৮ পয়েন্টে। নিফটিও ৩২৮.৫৫ পয়েন্ট কমে দাঁড়ায় ২৩৮৭০.৩০ পয়েন্টে। এখন সামান্য হলেও বাজার পুনরুদ্ধার হয়েছে।