আমুদরিয়া নিউজ : আমেরিকায় দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প এক বিজ্ঞপ্তি জারি করে ইউ এস এইড সংস্থার অধিকাংশ ত্রাণ ও অর্থ বিলি স্থগিত করে দিয়েছে। ওই দফতরের ১৬০০ কর্মীর চাকরি গিয়েছে। তা নিয়ে মামলা হয়েছে। সেই মামলায় মেরিল্যান্ডের একজন ফেডারেল জেলা বিচারক বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত অসাংবিধানিক। তিনি মত প্রকাশ করে বলেছেন, এলন মাস্ক এবং তাঁর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE) বিদেশে সাহায্য বিলির জন্য নিবেদিত একটি সংস্থা ভেঙে দেওয়ার চেষ্টার মাধ্যমে আমেরিকার যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করেছে বলে মনে হচ্ছে। তিনি ওই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন।
