আমুদরিয়া নিউজ : পাশ্চাত্য সংস্কৃতি অনুযায়ী ৩১শে ডিসেম্বর হ্যালোউইন ডে। এদেশের মতই ওদেশের মানুষের বিশ্বাস এই দিনে আত্মারা বাড়ি ফেরে। সদ্য মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী-টু। কানাডার ব্রাম্পটনের একটি বাড়ির বাইরে লাল শাড়িতে একটি পুতুল ঝোলানো, যেটির পাশেই একটি সাদা কাগজে লেখা ‘স্ত্রী’ সিনেমার সেই বিখ্যাত দেওয়াল লিখন- ‘ও স্ত্রী, কাল আনা’ ভাইরাল হয়েছে সেই ছবি।