আমুদরিয়া নিউজ : উপাচার্যের বিরুদ্ধে অসম্মানজনক ভাষা ব্যবহারের অভিযোগে দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে। যার ফলে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন প্রতিবাদের ডাক দিয়েছে। ছাত্র সংগঠনটি এই স্থগিতাদেশকে রাজনৈতিক লক্ষ্যবস্তু বলে অভিহিত করেছে এবং সোমবার বিকেলে উপাচার্যের কার্যালয়ের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছে। যদিও অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
