আমুদরিয়া নিউজ : তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার একটি বেসরকারি স্কুলে ৫ এপ্রিল থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে পরীক্ষা দেওয়ার সময় ক্লাসের বাইরে বসানো হয়। কারণ তাঁর মাসিক ঋতুস্রাব হয়েছিল। ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভ উপরে পড়ে। সমাজ এগোচ্ছে বলেও যখন একজন ছাত্রীর সাথে এরকম ঘটনা হয়। তখন সত্যিই সেটা লজ্জাজনক এমনই বলেছেন অনেকে। এমনও জানা যায় যে সে দলিত হওয়ায় তাঁর সাথে এমন করা হয়েছিল। ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ায় সেই স্কুলের অধ্যক্ষ বরখাস্ত করা হয়।
