আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার মালদহের কালিয়াচকে এক অষ্টম শ্রেণির ছাত্রের গুলিবিদ্ধ দেহ মেলে তার বাড়ির ছাদে। তদন্তে নেমে পুলিশ জেনেছে, রিলস বানাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে ছাত্রটি। মৃতের নাম সামিউল ইসলাম। তার কাছে সেভেন এমএম পিস্তল ছিল। তা থেকে গুলি চলে। সামিউলের বন্ধু সাফি আলিকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনে মিলে রিলস বানাচ্ছিল। সে সময়ে সাফি আলির হাতে ধরা পিস্তল থেকে গুলি ছুটেছে বলে সন্দেহ পুলিশের।