আমুদরিয়া নিউজ : রফিক প্যাটেল চিনিকলের কর্মী। তাঁর স্ত্রী চেতনা গৃহবধূ। অনটনের সংসার সত্ত্বেও তিন ছেলেকে লেখাপড়ায় মনোযোগী রাখতে সবরকম চেষ্টা করেছেন। দীর্ঘ লড়াইয়ের ফলও পেয়েছেন। রফিক ও চেতনার তিন ছেলেই এখন এমবিবিএস পাস করেছেন। সকলেই চাকরিরত এবং প্র্যাকটিস করেন।
রফিকের বাড়ি মহারাষ্ট্রে। তাঁদের তিন ছেলের নাম হল আজহারউদ্দিন, মহসিন ও রমিজ। সকলেই এখন ডাক্তারি করছেন। তিন ছেলেকে প্রথমে মূলগাঁও জেলা পরিষদের স্কুলে পড়িয়েছেন। তারপর ঔরঙ্গাবাদের মৌলানা আজাদ কলেজে। তিন ছেলেই সংরক্ষণের সুযোগ পেয়েছে। তিনজনেই পর পর মেডিকেল কলেজ থেকে স্নাতক হন।
ঘটনা হল, পর পর তিন ভাই একই বই পড়েছেন। প্রথম ভাইকে স্থানীয় প্রতিষ্ঠান থেকে জয়েন্ট এনট্রান্সের সেট দেওয়া হয়। সেটিই তিন ভাই ব্যবহার করেছেন। অবশ্য বাবা-মা তাঁদের সব সময় উৎসাহ দিয়েছে বলে জানান তাঁরা। আর এক মামা শেখ হাজু, যিনি একজন শিক্ষক তিনি তাঁদের পড়াশোনায় সাহায্য করেছেন।
মেজ ছেলে ডক্টর মহসিন জানান, ২০০৬ সালে তাঁদের মা দুর্ঘটনায় জখম হন। সে সময়ে তাঁকে প্রায় দেড় মাস হাসপাতালে থাকতে হয়। তখনই তাঁদের বড় ভাই ঠিক করেন ডাক্তার হতেই হবে। তিনজনেই ঠিক করেন, অন্যদের সাহায্য করতে হলে ডাক্তার হতে হবে। তাঁদের সেই স্বপ্ন এখন বাস্তব।
Leave a Comment