আমুদরিয়া নিউজ : পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে সেখানে চিনির দাম প্রায় ২২ শতাংশ বেড়েছে। জানুয়ারিতে প্রতি কেজি চিনি ১৪০ টাকা থেকে মার্চের দ্বিতীয় সপ্তাহে ১৭১ টাকা হয়েছে। সাধারণত মুদ্রাস্ফীতির কারণেই এই পরিবর্তন হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু তাতে সেখানের মানুষের বিন্দুমাত্র চিন্তা নেই। তাঁরাও ব্যাগ ভরে চিনি ও চিনি দিয়ে তৈরি মিষ্টি কিনছেন। তাঁদের মতে যেহেতু চাল, আটা কিংবা অন্যান্য খাবারের দাম একটু স্বাভাবিক রয়েছে তাই চিনির দাম বাড়লেও পকেটের ভারসাম্য বজায় আছে। রমজানে প্রায় প্রতিটি পণ্যের দাম সামান্য বাড়লেও, আগের বছরগুলোতে পরিস্থিতি আরও খারাপ ছিল। রমজান মাসে, প্রতিদিনের সেহরি ও ইফতারের বিভিন্ন খাবারে চিনি দিতেই হয়। তাই তাঁরা খাবারের তালিকা থেকে চিনিকে বাদ দিতে পারবেন না।
