আমুদরিয়া নিউজ : যে কোনও যুদ্ধেই সফট টার্গেট হয নারী ও শিশুরা। সুদানে যে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে, সেখানেও বেছে বেছে নারী ও শিশুদের উপরে হামলা হচ্ছে। মেয়েদের ধরে নিয়ে গর্ণধর্ষণ করা হচ্ছে। যৌনদাসী বানিয়ে রাখা হচ্ছে অন্ধকার ঘরে। এমন অত্যাচার করছে সশস্ত্র জঙ্গিরা যে আতঙ্কে অনেক মেয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন। যাঁরা পালাতে পারছেন না, তাঁরা আত্মহত্যা করছেন। রাষ্ট্রসঙ্ঘের এক প্রতিবেদনে এই তথ্য সামনে আনা হয়েছে। যদিও সুদানের জঙ্গি গোষ্ঠীটি ওই তথ্য মিথ্যে বলে দাবি করেছে।
কিন্তু, ২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশের আধা সামরিক বাহিনীর একটি গোষ্ঠীর যুদ্ধ চলছে। আধা সামরিক বাহিনী একের পর এক এলাকার দখল নিচ্ছে। দখল করার পরে এলাকার নারী ও শিশুদের তুলে নিয়ে অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে ভূরি ভূরি। রাষ্ট্রসঙ্ঘের পক্ষে বলা হয়েছে, এমন অত্যাচার করা হচ্ছে মেয়েদের উপরে যে তা জানাজানি হওয়ার পরে ভয়ে অনেক মহিলা আত্মহত্যার কতা ভাবছেন। অনেকে আত্মঘাতীও হয়েছেন।
স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ ফর ওমেন ইন দ্য হর্ন অব আফ্রিকার (সিহা) মুখপাত্র হালা আল কারিব জানান, আধা সামিরক বাহিনীর লোকজন লুটপাট চালাচ্ছে। নাগরিকেরা বাধা দিলে তাঁদের খুন করছে। নারী ও ছোট ছোট মেয়েদের গণধর্ষণ করা হচ্ছে। সুদানে গৃহযুদ্ধে জেজিরা এলাকায় গত সপ্তাহে কমপক্ষে তিনজন নারীর আত্মহত্যার তথ্য নিশ্চিত বলে দাবি করেছে সংস্থাটি।