আমুদরিয়া নিউজ : না ফেরার দেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী হিসেবে খ্যাত সুজেয় শ্যাম। বৃহস্পতিবার রাত ২টো ৫০ মিনিট নাগাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। কিছুদিন আগে তাঁর হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। এরপরই শরীরের ভেতরে সংক্রমণ হয় তাঁর। সংক্রমণ পরে রক্তে ছড়িয়ে পড়ে। এ ছাড়াও তিনি ডায়াবেটিস ও কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন। তাঁর সুরে রক্ত দিয়ে নাম লিখেছি, রক্ত চাই রক্ত চাই, আহা ধন্য আমার জন্মভূমি, আয় রে চাষি মজুর কুলি, মুক্তির একই পথ সংগ্রাম, শোন রে তোরা শোন এখনও মুগ্ধ করে শ্রোতাদের।