আমুদরিয়া নিউজ : সুমনা মহাপাত্র কি বিজেপিতে যোগি দিতে চলেছেন? তাও বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে! এমনই আলোচনা সর্বত্র। কারণ, শুক্রবার তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র।
পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন সুমনা। শুক্রবার তৃণমূলের জেলা সভাপতিকে টেলিফোনে ইস্তফার কথা জানিয়ে দেন তিনি।