আমুদরিয়া নিউজ : ৮ দিনের জন্য গিয়ে যান্ত্রিক বিভ্রাটে ২৮৮ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে বুধবার ভোরে স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলে চড়ে আমেরিকার ফ্লোরিডার সমুদ্রে নেমেছেন সুনীতা উইলিয়ামস ও আলেকজান্ডার গর্বুনভ। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই দীর্ঘ সময় মহাকাশে থাকায় তাঁদের শরীরের নানা পরিবর্তন হয়েছে। সবচেয়ে লক্ষ্যণীয় যা হল, দুজনেরই উচ্চতা অন্তত ২ ইঞ্চি করে বেড়ে যাওয়ার কথা। কারণ, বিজ্ঞানীরা বলেছেন, অতি মাধ্যাকর্ষণে দীর্ঘ সময় থাকার সময়ে মেরুদণ্ডের হাড়ের মধ্যে কিছুটা ফাঁক বেড়ে যায়। তাতেই মহাকাশচারীদের মধ্যে সামান্য দৈর্ঘ্য বাড়ে বলে লক্ষ্য করা যায়। আপাতত সুনীতাদের ৪৫ দিন নাসার পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে। পৃথিবীর পরিবেশের সঙ্গে পুরোপুরি খাপ খাওয়ানোর পরে তাঁদের স্বাভাবিক জীবনে ফেরানো হবে।