আমুদরিয়া নিউজঃ একাধিক অভিযোগের ভিত্তিতে গতকাল দিনহাটা হাসপাতালে এসে জরুরী বিভাগ ও আউট ডোরে থাকা ডাক্তারদের ওয়ার্নিং দিতে দেখা গেছে স্থানীয় তৃণমূল নেতাদের। তাদের সঙ্গে হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডলকেও দেখা গিয়েছিল। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে এবার ওই হাসপাতালের দুই ডাক্তারকে শোকজ করলেন সুপার। তাদের বিরুদ্ধে হাসপাতালে সঠিক সময়ে না আসা ও কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। তৃণমূল নেতৃত্বের এহেন শাসানির পরই দুই ডাক্তারকে শোকজের খবরে নানা মহলে গুঞ্জন শুরু হয়েছে। শোকজ হওয়া ওই দুই ডাক্তার হলেন অস্থি রোগ চিকিৎসক দেবজিৎ ভৌমিক, জেনারেল ফিজিসিয়ান লতিফুল শেখ।
গতকাল রোগী হেনস্থা ও কর্তব্যে গাফিলতির অভিযোগে হাসপাতালের ডাক্তারকে চমকান দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, ব্লক সভাপতি বিশু ধর। ওয়ার্নিং দিয়ে যান।