আমুদরিয়া নিউজ : পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ বিস্বের নানা এলাকায় য়ে রযেছে তা আরও একবার বোঝা গেল ব্রাজিলে। সেখানে আমাজনের একটি এলাকায় বেআইনি সোনার খনি চালাতে দেওয়ার অভিযোগ ২ জন সিনিয়র পুলিশ অফিসারকে গ্রেফতার করেছে ব্রাজিল পুলিশ। আরও ৩৬ জন পুলিশ অফিসারকে ওই এলাকার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ, ওই পুলিশ অফিসারদের মদতে একটি চক্র বেআইনিভাবে কোটি কোটি টাকার সোনা তুলছিল। ঘটনায় জড়িত দুই ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। রয়টার্সের এই খবরে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে দুনিয়া জুড়েই।