আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার বৈঠকে সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে। ফলে, কিছুটা হলেও স্বস্তি পেল রাজ্য সরকার। কারণ, ২০২২ সালের মে মাসে রাজ্য মন্ত্রিসভায় সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তা নিয়ে মামলা হলে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, দরকার হলে ওই সিদ্ধান্তের সঙ্গে যুক্তদের গ্রেফতার করে জেরা করতে পারে সিবিআই। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার।