আমুদরিয়া নিউজ : চাকরি দেওয়া নিয়ে সিবিআইয়ের দায়ের করা দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিল তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। কয়েকদিন আগেই অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে বিশেষ আদালত। এই মামলায় জামিন পেয়েছেন আরও কয়েকজন। প্রাথমিক স্কুলে নিয়োগের দুর্নীতি মামলায় এক বছর আগে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলাতেও কুন্তলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। ইডির মামলায় ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে।
এবার সুপ্রিম কোর্টে সিবিআই মামলাতেও জামিন মিলল। তবে জামিনের শর্ত নিম্ন আদালত ঠিক করবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। সব ঠিক থাকলে দিন দুয়েকের মধ্যেই জেল থেকে ছাড়া পাবেন কুন্তল।