আমুদরিয়া নিউজ : ৫ বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘খুনি’ বলে মন্তব্য করার অভিযোগে লোকসভার এখনকার বিরোধী দলনেতা ও কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সেই মামলাটি হয় ঝাড়খণ্ডে। ওই মামলায় স্থগিতাদেশ দিয়ে ঝাড়খণ্ড রাজ্য সরকার ও অভিযোগকারী নবীন ঝা কে একটি নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলাটি করেছিলেন বিজেপি কর্মী নবীন ঝা। মামলায় রাহুল গান্ধীকে ঝাড়খণ্ড আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান রাহুল গান্ধী। হাইকোর্টে সেই আবেদন খারিজ হয় । রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানিতে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ স্থগিতাদেশ দেয়।