আমুদরিয়া নিউজ : লোকসভায় ও রাজ্যসভায় দীর্ঘ বিতর্কের পর পাশ হয় ওয়াকফ বিল। ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার এবং কেভি বিশ্বনাথনের তিন বিচারপতির বেঞ্চ দুপুর ২টায় এর বিরুদ্ধে করা অভিযোগ গুলি শুনবেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল যে তারা আইনসভার ক্ষেত্রে অনুপ্রবেশ করবে না। কিন্তু সংবিধান সম্পর্কিত বিষয়গুলিতে চূড়ান্ত বিচারক হিসেবে, তারা আবেদনকারীদের কথা শুনতে সম্মত হয়েছেন। এদিকে ওয়াকফ বিল পাশ নিয়ে পশ্চিমবঙ্গ সহ একাধিক জায়গায় তীব্র প্রতিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
