আমুদরিয়া নিউজ : ২০১৬ সালের এসএসসি যে ২৫ হাজার ৭৫২ জনকে জনকে শিক্ষক-শিক্ষিকা হিসেবে নিয়োগ করেছিল তাঁদের চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বৃহস্পতিবার সকালে ওই রায় দেন। প্রধান বিচারপতি তাঁর রায়ে জানিয়ে দেন, গোটা প্যানেলই বাতিল করা হল। কারণ, পুরো প্রক্রিয়ায় কারচুপি করার বিষয়টি প্রমাণ হয়েছে। প্রধান বিচারপতির সঙ্গে বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার। ওই বেঞ্চ জানিয়েছে, রাজ্য সরকারকে ৩ মাসের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে হবে। যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ওই বছর এসএসসি দিয়ে স্কুলের চাকরিতে ঢুকেছিলেন তাঁরা চাইলে আগের কর্মক্ষেত্রে ফিরতে পারেন। তবে ক্যানসার আক্রান্ত শিক্ষিকা সোমা দাসের চাকরি থাকবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। আগামীতে পরীক্ষা দিয়ে এই ২৫, ৭৫২ জনের মধ্যে যাঁরা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তাঁদের মাইনে ফেরৎ দিতে হবে না।
